শাহবাগে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া আহত ১০


ছবি : সংগৃহীত
রাজধানীতে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
আহত শিক্ষার্থীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে যমুনার সামনে বসে কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। কিন্তু পথে বাধা সৃষ্টি করে পুলিশ তাদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হন।
অন্যদিকে, শিক্ষার্থীদের নিক্ষিপ্ত ইট-পাটকেলে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চালায়।
দুপুরের পর বুয়েট শিক্ষার্থীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। পরে উভয় পক্ষই ধীরে ধীরে এলাকা থেকে সরে যায়। পরিস্থিতি বর্তমানে উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।