অন্তর্বর্তী সরকারকে নিয়ন্ত্রণ করছে বিএনপি ও জামায়াত


এনসিপি নেত্রী সামান্তা শারমিন। ছবি: সংগৃহীত
বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে নতুন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো আসলে বিএনপি এবং জামায়াতের নির্দেশনায় পরিচালিত হচ্ছে। তার ভাষায়, মূলত এই দুই দলের প্রভাবেই সরকার কার্যক্রম পরিচালনা করছে।
সম্প্রতি দৈনিক যুগান্তর-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সামান্তা এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রসংসদ নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তা বিএনপির অভ্যন্তরে আতঙ্ক তৈরি করেছে। বিশেষত ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থীর জনপ্রিয়তা নিয়ে সমালোচনা শুরু হওয়ায়, তারা হয়তো আশঙ্কা করছে নির্বাচনে পরাজিত হতে পারেন।
সামান্তার মতে, ছাত্রদের ভোটদানে নিরুৎসাহিত করতে একটি ‘প্রসেস’ শুরু হতে পারে। কারণ ক্যাম্পাসে এখন স্থিতিশীল পরিবেশ নেই। এতে ভোটার উপস্থিতি কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত দায় চাপানো হতে পারে অন্যদের ওপর।
তিনি জোর দিয়ে বলেন, ডাকসু নির্বাচনকে বানচাল করার সুযোগ নেই। বরং সব রাজনৈতিক দলকেই এ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তার মতে, যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী, তাদের জন্য ডাকসু নির্বাচনে জয়লাভ আরও জরুরি। ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তা রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
এনসিপি নেত্রী আরও অভিযোগ করেন, প্রগতিশীল শিবিরের কিছু অংশ সবসময় আওয়ামী লীগকে অবমূল্যায়ন করার চেষ্টা করেছে। সাম্প্রতিক রিট প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রিটকারী বা সংশ্লিষ্ট আইনজীবী কোনো প্রমাণ হাজির করতে পারেননি। তাদের রাজনৈতিক পরিচয়ও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন সামান্তা।