গুগলকে ক্রোম বিক্রি না করার সুযোগ দিল আদালত


গুগল ক্রোম। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত অ্যান্টিট্রাস্ট মামলায় জয়লাভ করেছে গুগল। ওয়াশিংটনের একটি আদালত রায়ে জানিয়েছে, জনপ্রিয় ক্রোম ব্রাউজার বিক্রি করতে হবে না গুগলকে। তবে বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে প্রতিষ্ঠানটিকে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ডেটা ভাগ করে নিতে হবে।
মঙ্গলবার মার্কিন ফেডারেল আদালতের বিচারক অমিত মেহতা এই রায় দেন। এতে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং অ্যাপলের সঙ্গে বিদ্যমান চুক্তি অব্যাহত রাখতে পারবে বলে উল্লেখ করা হয়। ফলে আইফোনে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন রাখার জন্য যে অর্থ প্রদান করা হয়, তা চালু থাকবে। বিশ্লেষকদের মতে, কেবল অ্যাপলকেই গুগল বছরে প্রায় ২০ বিলিয়ন ডলার প্রদান করে থাকে।
রায় ঘোষণার পর অ্যালফাবেটের শেয়ারদর বেড়েছে প্রায় ৭ শতাংশ। পাশাপাশি অ্যাপলের শেয়ারও বেড়েছে ৩ শতাংশ। পাঁচ বছর ধরে চলা মামলায় আদালত পূর্বে রায় দিয়েছিল, অনলাইন সার্চ ও বিজ্ঞাপন খাতে গুগলের একচেটিয়া প্রভাব রয়েছে। তবে এবার শাস্তির ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখিয়েছেন বিচারক। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানগুলো এখন গুগলের জন্য নতুন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।
বিশেষজ্ঞদের ধারণা, এ রায়ের ফলে গুগলের বিজ্ঞাপন ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। ওপেনএআইসহ এআইভিত্তিক প্রতিষ্ঠানগুলো গুগলের ভাগ করা তথ্য ব্যবহার করে নিজেদের সার্চ প্রযুক্তি ও চ্যাটবট উন্নত করার সুযোগ পাবে। তবে গুগল জানিয়েছে, ডেটা ভাগাভাগির কারণে ব্যবহারকারীর গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিষ্ঠানটি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।
মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, শুধু গুগল নয়, যুক্তরাষ্ট্রে মেটা, অ্যামাজন ও অ্যাপলকেও একাধিক মামলার মুখোমুখি হতে হচ্ছে। ওয়াশিংটন প্রযুক্তি খাতে একচেটিয়া আধিপত্য ভাঙতে এসব পদক্ষেপ নিচ্ছে।