গাজীপুরে ট্রেন-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:৪৮ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় মর্মান্তিক সড়ক-রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ডাম্প ট্রাকের চালক ও হেলপার। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের দুই আরোহীর মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতদের পরিচয় জানা গেলে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

মারা যাওয়া দুইজন হলেন—উত্তরা কামাড়পাড়া পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) এবং মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া গ্রামের কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)। তারা দু’জনই দীর্ঘদিন ধরে পরিবহন খাতে কর্মরত ছিলেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১০টার পর ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আক্কাস মার্কেট এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যান।

স্টেশন মাস্টার আরও জানান, ট্রাকটিতে মাটি বহন করা হতো। বর্তমানে পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে এবং এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এদিকে, দুর্ঘটনার ফলে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়।