কানাডায় অবকাশে নতুন সাজে নুসরাত ফারিয়া

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৩ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:৩৬ এএম
কানাডার মন্ট্রিয়লে সাদা পোশাকে নতুন সাজে নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

কানাডার মন্ট্রিয়লে সাদা পোশাকে নতুন সাজে নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

কানাডার মন্ট্রিয়লে অবকাশ যাপন করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানকার একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর থেকেই আলোচনায় চলে এসেছেন তিনি। ছবিগুলোতে ফারিয়াকে দেখা গেছে হাসি-খুশি ভঙ্গিতে, যেখানে তার স্বাভাবিক রূপ ভক্ত-অনুরাগীদের মন কেড়েছে।

সাদা পোশাক, চোখে সানগ্লাস আর খোলা চুলে বেশ মানিয়েছে নুসরাত ফারিয়াকে। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, “সাদা পোশাকে ওটা তোমার মেয়ে।” এর পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স।

একজন ভক্ত লিখেছেন, “আগের চেয়েও সুন্দর লাগছে।” আরেকজনের মন্তব্য, “সাদা পোশাকে তোমাকে সত্যিই অসাধারণ লাগছে।” অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন এই জনপ্রিয় নায়িকাকে।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া প্রথমে কর্মজীবন শুরু করেছিলেন রেডিও জকি হিসেবে। পরে মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পা রাখেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র আশিকী দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ওই ছবিতে অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

সফল প্রথম ছবির পর নুসরাত ফারিয়া একে একে অভিনয় করেছেন বেশ কিছু আলোচিত সিনেমায়। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও গানেও নিজেকে যুক্ত করেছেন। তবে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করার ক্ষেত্রেও তিনি ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে ভোলেন না।