ইউএনও’র বিশেষ উদ্যেগে

ঘাটাইলে নজর কাড়ছে উপজেলা পরিষদ চত্বর ফোয়ারা ও সেলফি কর্ণার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
২ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:৪৯ এএম
আই লাভ ঘাটাইল কর্ণার। ছবি: সংগৃহীত

আই লাভ ঘাটাইল কর্ণার। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে নতুনভাবে নির্মিত “অভিলাষ ফোয়ারা” এবং সেলফি কর্ণার “আই লাভ ঘাটাইল” দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। মনোরম পরিবেশ এবং সুন্দর নকশার কারণে অবসর সময়ে অনেকেই এখানে এসে সময় কাটাচ্ছেন। বিনোদনের পাশাপাশি ফোয়ারার রঙিন পানির ঝলক দর্শনার্থীদের আনন্দ দিচ্ছে।

উপজেলায় সেবা নিতে আসা অনেক মানুষ ফোয়ারার পাশে বসে কিছু সময় কাটাচ্ছেন। দুপুরের পর বিকেল গড়ালে ফোয়ারায় রঙিন আলো আর পানির মেলবন্ধন আরও আকর্ষণীয় হয়ে ওঠে। দর্শনার্থীরা জানিয়েছেন, এই ফোয়ারা এবং সেলফি কর্ণার চত্বরকে অনেক বেশি দৃষ্টিনন্দন এবং দর্শনীয় করেছে।

রাতের সৌন্দর্যের জন্য বিভিন্ন ধরনের আলোকসজ্জা করা হয়েছে। পরিবারসহ ঘুরতে আসা মানুষরা ফোয়ারার সৌন্দর্য উপভোগ করছেন। তারা মনে করছেন, আগের যে কোনো সময়ের চেয়ে এখন উপজেলা চত্বরের পরিবেশ অনেক বেশি উপভোগ্য এবং আনন্দময়।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ জানান, “উপজেলায় শহরকেন্দ্রিক কোন বিনোদন কেন্দ্র না থাকায় জনগণ মাঝে মাঝে উপজেলা চত্বরে ঘুরতে আসতেন। কিন্তু প্রাঙ্গণে কোন বিনোদনের বিশেষ কর্ণার ছিল না। তাই জনগণের আনন্দ এবং বিনোদনের জন্য ফোয়ারা ও ‘আই লাভ ঘাটাইল’ কর্ণার তৈরি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মূল উদ্দেশ্য ছিল সকলকে পরিবারসহ বিনোদনের সুযোগ দেওয়া। এই সংযোজনের মাধ্যমে ঘাটাইল উপজেলা টাঙ্গাইল এবং দেশের অন্যান্য অঞ্চলে নতুনভাবে পরিচিত হচ্ছে। এখন কেউ পরিবারসহ এখানে স্বাচ্ছন্দ্যে ঘুরতে এবং সেবা নিতে পারবে।”

উপজেলা চত্বরের এই পরিবর্তন এখন স্থানীয়দের জন্য আনন্দের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ফোয়ারার দৃশ্য উপভোগ এবং সেলফি তুলতে এখানে আসছেন।