সারিয়াকান্দিতে শয়নকক্ষে তালাকপ্রাপ্ত নারীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা


ছবি: সংগৃহীত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় শাহিনুর বেগম (৪৭) নামে এক তালাকপ্রাপ্ত নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত শাহিনুর বেগমকে বহু বছর আগে স্বামী আমিরুল ইসলাম ভেলু তালাক দেন। এরপর থেকে তিনি একাই ওই বাড়িতে বসবাস করছিলেন। তার একমাত্র ছেলে সৌদি আরবে কর্মরত। সোমবার রাত আটটার দিকে প্রতিবেশিরা তার শয়নকক্ষের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করেন। সেসময় তারা শাহিনুর বেগমের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। তার হাত-পা বাঁধা ও মুখে গামছা গুঁজে রাখা ছিল।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশে যোগাযোগ করেন। পরে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রাত সাড়ে ৯টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম সাংবাদিকদের জানান, নারীটিকে কখন হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ এবং জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একা থাকার কারণে শাহিনুর বেগম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তার হত্যার ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তারা।










