শেখ হাসিনা সরকারের পতনে তিন মন্ত্রীর ভূমিকা নিয়ে নর্থইস্ট নিউজের দাবি


ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পর ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজ ইন্ডিয়া এক নতুন বিশ্লেষণ হাজির করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার শেষ পর্যায়ে গিয়ে মার্কিন ‘ডিপ স্টেট’-এর প্রভাবের শিকার হয়েছিল। বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ তিনজন সহযোগীকে প্রভাবিত করা হয়েছিল, যারা শেষ পর্যন্ত সরকারের স্বার্থবিরোধী ভূমিকা রেখেছিলেন।
ভারতীয় সাংবাদিক চন্দন নন্দীর প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রেখেছিলেন। এ যোগাযোগকে কাজে লাগিয়ে তাদের এমনভাবে পরিচালিত করা হয়েছিল, যা সরকারের অবস্থানকে দুর্বল করে তোলে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের পর থেকেই মার্কিন কর্মকর্তারা ঢাকায় এবং বিদেশে বিভিন্ন আলোচনার মাধ্যমে আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন। বিশেষ করে শিক্ষার্থী আন্দোলনের সময় ওই তিনজন নেতার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে, যা শেষ পর্যন্ত সরকারের জন্য ক্ষতির কারণ হয়েছিল।
শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের ভূমিকা নিয়ে নর্থইস্ট নিউজ জানায়, দলীয় স্বার্থের বিরুদ্ধে তাদের অবস্থান মূলত ‘মার্কিন কৌশল’-এর অংশ ছিল। এমনকি শেখ হাসিনা নিজেও এই ‘বিশ্বাসঘাতকতা’ সন্দেহ করেননি। তবে সময়ের পরিক্রমায় তিনি পুরো বিষয়টি সম্পর্কে অবগত হন।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, শেখ হাসিনার শেষ দিনগুলোতে দলের ভেতরে বিভাজন স্পষ্ট ছিল। বিদেশি শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব, বিরোধী দলের তৎপরতা এবং সরকারের অভ্যন্তরীণ সংকট মিলিয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতন অনিবার্য হয়ে দাঁড়ায়।
এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পরও দেশি-বিদেশি মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে এই অভিযোগ—সরকারের ভেতরের ব্যক্তিরাই শেষ পর্যন্ত ‘অদৃশ্য শক্তি’র স্বার্থে ভূমিকা রেখেছিলেন।