চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট, ২০২৫ এ ৫:২৮ এএম
সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। ছবি: সংগৃহীত

সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার (৩১ আগস্ট) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে রবিবার নির্ধারিত সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ভবনের দারোয়ানের মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাতভর ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের মধ্যে প্রায় ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে।

ঘটনার সূত্রপাত হয় যখন এক নারী শিক্ষার্থী রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে একটি ভবনে প্রবেশের সময় দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দারোয়ান তাকে শারীরিকভাবে আঘাত করলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। পরে দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এরপর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং পরিস্থিতি শান্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।