শিক্ষার্থীদের আন্দোলনে বুয়েটের সব পরীক্ষা স্থগিত ঘোষণা

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২৮ আগস্ট, ২০২৫ এ ৫:২৬ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেজিস্ট্রার অধ্যাপক ড. এন. এম. গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত থাকবে। একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্প্রতি বেশ কিছু দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— নবম গ্রেডের ইঞ্জিনিয়ারিং পদে প্রবেশের জন্য সবার জন্য সমান নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করা, কোটার মাধ্যমে পদোন্নতি বাতিল করা এবং বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

আন্দোলনের একপর্যায়ে বুধবার শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। পরবর্তীতে লাঠিপেটায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অনেকেই আহত হন।

সংঘর্ষের পর শিক্ষার্থীরা পূর্বের তিন দফা দাবি থেকে সরে এসে নতুন পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে— স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ ও জবাবদিহি, শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে নতুন কমিটি গঠন, পূর্ব ঘোষিত দাবির বাস্তবায়নে নির্বাহী আদেশ জারি, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

বুধবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করা হলো এবং শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আর কোনো হামলা মেনে নেওয়া হবে না।

ছাত্রনেতাদের দাবি, পুলিশের হামলায় অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।