হিজাব পরায় শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেওয়ায় শিক্ষিকা বরখাস্ত

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২৬ আগস্ট, ২০২৫ এ ১১:৪৭ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা প্রভাতি শাখায় হিজাব পরায় শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ শ্রেণির প্রায় ২২ জন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এবং এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ আগস্ট অভিযোগ ওঠে যে, ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী হিজাব পরে ক্লাসে এলে শিক্ষিকা ফজিলাতুন নাহার তাদের ক্লাস থেকে বের করে দেন এবং খারাপ ব্যবহার করেন। বিষয়টি জানাজানি হলে অভিভাবকসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান, তাদের সন্তানরা নিয়মিত হিজাব পরে স্কুলে যায়। তবে সেদিন ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার তাদের ক্লাস থেকে বের করে দেন এবং ‘মাদরাসার শিক্ষার্থীদের মতো কেন হিজাব পরে এসেছে’ বলে তিরস্কার করেন।

তবে অভিযোগ অস্বীকার করে ফজিলাতুন নাহার জানান, তিনি শিক্ষার্থীদের হিজাব পড়তে নিষেধ করেননি, বরং সঠিকভাবে পড়তে বলেছেন। তিনি দাবি করেন, মাত্র কয়েক মিনিটের জন্য কিছু শিক্ষার্থীকে ক্লাসের বাইরে দাঁড় করানো হয়েছিল এবং পরে তারা আবার ক্লাসে যোগ দেয়। এছাড়া ‘জঙ্গি’ বলার অভিযোগকেও তিনি ভিত্তিহীন উল্লেখ করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। অন্যদিকে, অনেকে বলছেন, বিষয়টি তদন্তসাপেক্ষে পরিষ্কার হওয়া উচিত।