২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করল এনসিটিবি


ছবি : সংগৃহীত
২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা আগামী মে-জুন মাসে অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ওই বছর পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।
শনিবার (২৩ আগস্ট) এনসিটিবির পাঠানো একটি চিঠি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এ শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন।
এনসিটিবির নির্দেশনায় আরও বলা হয়, আগামী এইচএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস থাকবে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বর বজায় রাখা হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে পরীক্ষা আয়োজনের ঘোষণা শিক্ষার্থীদের জন্য প্রস্তুতির দিক থেকে গুরুত্বপূর্ণ একটি দিকনির্দেশনা হয়ে থাকবে।