জিপিএ ৫ পেলেও প্রথম ধাপে কলেজ পায়নি ৫৭৬৫ শিক্ষার্থী


ছবি:সংগৃহীত
ঢাকা, ২১ আগস্ট ২০২৫: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদনকারী শিক্ষার্থীদের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। বিশ্লেষণ reveals, প্রথম ধাপে মোট ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী তাদের পছন্দের কলেজে স্থান পাননি। এর মধ্যে সর্বোচ্চ ফল জিপিএ ৫ পাওয়া সাড়ে ৫ হাজার ৭৬৫ শিক্ষার্থীও প্রথম ধাপে কোনো কলেজে মনোনয়ন পাননি।
ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন ফি জমা দিয়েছে। এর মধ্যে ৯৮ শতাংশ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনয়ন পেয়ে গেছে। বাকি ২ শতাংশ শিক্ষার্থী প্রথম ধাপে মনোনয়ন পায়নি। দেশে মোট ভর্তিযোগ্য কলেজের মধ্যে ৯৫ শতাংশ কলেজে শিক্ষার্থী ভর্তি হয়েছে, বাকি ৫ শতাংশে কেউ ভর্তি হয়নি।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক জানিয়েছেন, কলেজ পছন্দের সময় শিক্ষার্থীরা প্রধানত সব ভালো কলেজকে পছন্দ করেছে। তিনি বলেন, যারা প্রথম ধাপে কলেজ পাননি, তারা দ্বিতীয় ধাপে সহজেই ভর্তি হতে পারবেন। এ ধাপে শিক্ষার্থীদের অনলাইনে গিয়ে পছন্দক্রমে পরিবর্তন আনার সুযোগ থাকবে।
বিস্তারিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন শুরু হয়েছিল ৩০ জুলাই থেকে এবং শেষ হয়েছে ১৫ আগস্ট রাত ৮টায়। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে—২ লাখ ২৯ হাজার ৫৪৩ জন। মাদ্রাসা বোর্ডে আবেদন হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৮২ জন এবং দিনাজপুর বোর্ডে ১ লাখ ২৯ হাজার ১৪ জন। ময়মনসিংহের আনন্দমোহন কলেজে সবচেয়ে বেশি আবেদন পড়েছে, ৯৭১টি আসনের বিপরীতে ৩৬ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছে।
দ্বিতীয় ধাপে আবেদন গ্রহণ করা হবে ২৩ থেকে ২৫ আগস্ট এবং ফল প্রকাশিত হবে ২৮ আগস্ট। এরপর তৃতীয় ধাপে আবেদন করা যাবে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর। এর পর ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ হয়ে ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
গত শিক্ষাবর্ষে প্রথম ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৮ হাজার। এর মধ্যে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন ৮ হাজার ৫০০। এ ছাড়া কোনো শিক্ষার্থী না পাওয়া কলেজের সংখ্যা ছিল ২২০টি।