ভাইরাল ময়না গান

ইউটিউব ট্রেন্ডে শীর্ষে বুবলী–শরাফের জুটি

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৯ আগস্ট, ২০২৫ এ ১১:৩৩ এএম
বুবলী–শরাফ। ছবি : সংগৃহীত

বুবলী–শরাফ। ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে উপস্থিত হয়েছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল-এর গাওয়া ‘ময়না’ গানে বুবলীকে মডেল হিসেবে দেখা গেছে।

চলতি সপ্তাহের শুরুতে ইউটিউবে গানটি মুক্তি পায়। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই ‘ময়না’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে বেশ কয়েক সপ্তাহ ধরে বলিউডের আলোচিত চলচ্চিত্র ‘সাইয়ারা’–এর একটি গান ইউটিউব মিউজিক ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল। এবার সেটিকে টপকে শীর্ষ স্থান দখল করেছে বুবলীর ‘ময়না’, যা দর্শক মহলে উচ্ছ্বাস তৈরি করেছে। গানটিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন মডেল শরাফ আহমেদ জীবন। দর্শকদের মতে, তাদের অনবদ্য রসায়ন এবং বুবলীর গ্ল্যামার গানটির আবেদনকে আরও বাড়িয়ে তুলেছে। ইউটিউবের মন্তব্য বিভাগ ইতিবাচক প্রতিক্রিয়ায় ভরপুর, যেখানে বুবলী–শরাফ জুটির প্রশংসা ঝরছে অবিরত।

মুক্তির পর থেকেই ‘ময়না’ ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। ইউটিউবে গানটির ভিউ ইতিমধ্যে এক মিলিয়নের কাছাকাছি পৌঁছেছে এবং মন্তব্য পড়েছে আড়াই হাজারেরও বেশি। নেটিজেনরা গানটির সিনেম্যাটিক উপস্থাপন, সুর ও ভিডিও নির্মাণশৈলীর প্রশংসা করেছেন। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন। ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কোনালের সঙ্গে গানটির একটি অংশে কণ্ঠ দিয়েছেন নিলয়।

দর্শকের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শবনম বুবলী বলেন, “এটি আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। দর্শক গানটি পছন্দ করায় আমি সত্যিই আনন্দিত।” সাফল্যে উচ্ছ্বসিত কোনাল বলেন, “শ্রোতারা গানটিকে আপন করে নিয়েছেন। এটি আমাদের পুরো টিমের পরিশ্রমের সার্থকতা।”