দিল্লিতে হেনস্তার শিকার বলিউড অভিনেত্রী সারা খান

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৬ আগস্ট, ২০২৫ এ ৭:৫৪ এএম
সারা খান । ছবি : সংগৃহীত

সারা খান । ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা খান সম্প্রতি একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে আলোচনায় এসেছেন। দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে তিনি অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হন। এক ভিডিও বার্তায় তিনি জানান, আয়োজকদের অসহযোগিতা, মানসিক নির্যাতন এবং নিরাপত্তাহীনতার কারণে সেই রাত তার জীবনের সবচেয়ে দুঃস্বপ্নে পরিণত হয়।

ভিডিওতে আবেগভরা কণ্ঠে সারা বলেন, "১৮ বছরের কর্মজীবনে এটি ছিল আমার সবচেয়ে বাজে অভিজ্ঞতা।" তিনি আরও জানান, ২ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে অংশ নিতে গেলে আয়োজকরা তাকে কোনো রকম নিরাপত্তা, সম্মান বা পেশাদার আচরণ দেখাননি। এমনকি না জানিয়ে তার হোটেল পরিবর্তন করে একটি অচেনা স্থানে রাখা হয়, যেখানে তিনি এবং তার টিম কোনো সহায়তা পাননি। তিনি বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানালে আয়োজকরা তার টিমকে হুমকি দেয়। তখন নিরাপত্তার কথা ভেবে দ্রুত ফ্লাইট বুক করে তিনি দিল্লি ত্যাগ করেন। এই ঘটনায় মানসিকভাবে ভীষণভাবে আঘাত পেয়েছেন বলে জানান তিনি। ভক্তদের উদ্দেশে সারা দুঃখ প্রকাশ করে বলেন, "যারা আমার জন্য অপেক্ষা করছিলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি পরিস্থিতির শিকার ছিলাম।"

উল্লেখ্য, সারা খান ‘স্বপ্না বাবুল কা বিদাই’ সিরিয়ালের ‘সাধনা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি বহু ধারাবাহিক নাটক এবং রিয়েলিটি শো-তে অংশ নিয়েছেন।