ব্যালন ডি’অর তালিকায় নেই রোনালদো


ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো একসময় এই মর্যাদাপূর্ণ পুরস্কারকে ঘিরে লিওনেল মেসির সঙ্গে রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। কিন্তু সময়ের পরিক্রমায় এখন আর ব্যালন ডি’অরের ওপর আস্থা নেই এই পর্তুগিজ সুপারস্টারের।
সম্প্রতি ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আয়োজকরা, যেখানে টানা দ্বিতীয়বারের মতো রোনালদোর নাম নেই। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রোনালদো বলেন, “এটা আমার কাছে মনগড়া বলে মনে হয়।” গতকাল পর্তুগালে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারায় রোনালদোর ক্লাব আল নাসর। এ ম্যাচে হ্যাটট্রিক করেন সিআর সেভেন। ম্যাচশেষে ‘স্পোর্ট টিভি পর্তুগাল’-এর সঙ্গে আলাপে তিনি ব্যালন ডি’অর নিয়ে তার হতাশার কথা জানান।
এর আগে গত বছর রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা রদ্রির ব্যালন ডি’অর না পাওয়ার ঘটনায়ও রোনালদো সমালোচনা করেছিলেন। তিনি মনে করেছিলেন, পুরস্কারটি ভিনিসিয়ুস জুনিয়রের প্রাপ্য ছিল এবং এই বিষয়ে তার দীর্ঘদিনের হতাশা রয়েছে। যদিও এবারের জন্য মনোনয়ন পাননি, তবুও রোনালদোর গত মৌসুম ছিল উজ্জ্বল। ক্লাবের হয়ে করেছেন ৩৫ গোল, জাতীয় দলের হয়ে ৮ গোল এবং জিতেছেন নেশনস লিগ শিরোপা।
আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্যালন ডি’অর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’।