সাইফ-কারিনা বিচ্ছেদ গুঞ্জন ঘিরে বলিপাড়ায় আলোড়ন

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৭ আগস্ট, ২০২৫ এ ৯:৫০ এএম
সাইফ আলি খান ও কারিনা কাপুর। ছবি : সংগৃহীত

সাইফ আলি খান ও কারিনা কাপুর। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের দাম্পত্যজীবন যেন এক নতুন মোড় নিতে চলেছে। সম্প্রতি তাঁদের বিচ্ছেদের গুঞ্জন বলিপাড়ায় চরম পর্যায়ে পৌঁছেছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

২০১২ সালে পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খান বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে। তাঁদের দাম্পত্য জীবনে জন্ম হয়েছে দুই পুত্রসন্তান— তৈমুর ও জেহ। দীর্ঘ এক দশক ধরে অভিনয় ক্যারিয়ার এবং পারিবারিক জীবন সযত্নে সামলে আসছিলেন কারিনা। তবে এবার তাঁদের সম্পর্ক ভাঙনের পথে বলে দাবি করেছেন পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান।

মুবাসের লুকম্যানের দাবি অনুযায়ী, সাইফ-কারিনার দাম্পত্যে দূরত্ব বাড়ছে এবং তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন। তিনি জানান, এই তথ্য পেয়েছেন ভারতের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে, যদিও তিনি কোনো নির্দিষ্ট সংবাদমাধ্যম বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

আরও চাঞ্চল্যকরভাবে তিনি দাবি করেন, কারিনা নাকি সাইফকে হাতেনাতে ধরেছেন এক নারীর সঙ্গে। এ থেকেই নাকি শুরু হয়েছে সম্পর্কের ফাটল। এছাড়া, সাইফ আলি খান নাকি কাতারে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন, যা কারিনা মেনে নিতে পারছেন না। দেশত্যাগ নিয়ে তাঁদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র মনোমালিন্য।

এতেও শেষ নয়। মুবাসের এক বিস্ফোরক মন্তব্য অনুযায়ী, সাইফের ওপর হওয়া এক হামলার পেছনে নাকি কারিনা কাপুরের হাত ছিল। তবে বলিপাড়ার একটি বড় অংশ এই দাবি উড়িয়ে দিয়ে বলছে, বিষয়টি ভিত্তিহীন ও গুজবমাত্র। কারণ, সাইফ কিংবা কারিনা— দু'জনের পক্ষ থেকেই এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।