দেব-শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন রাজ চক্রবর্তী


দেব-শুভশ্রী। ছবি : সংগৃহীত
টালিউডের আলোচিত প্রাক্তন জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়—এক সময়ের জনপ্রিয় রসায়ন এখন অতীত। সময়ের সঙ্গে পাল্টেছে সম্পর্কের সমীকরণ। বর্তমানে দুজনেই প্রতিষ্ঠিত, সফল ও ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ। তবে অতীত কি এত সহজে মুছে ফেলা যায়?
সম্প্রতি চলচ্চিত্র পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তীর একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর কথাতেই যেন দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্ক ঘিরে আরও একবার গুঞ্জনের আগুন জ্বলে উঠেছে।
ধূমকেতু প্রসঙ্গে শুরু বিতর্ক, ভারতীয় এক গণমাধ্যমে ‘ধূমকেতু’ সিনেমা নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজ চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হয়—অনেক বছর পর প্রাক্তন জুটির একসঙ্গে পর্দায় ফেরা কেমন অনুভূতি তৈরি করছে?
জবাবে রাজ বলেন, “পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, এই সিনেমার মুক্তি। অনেক দিন পরে একসঙ্গে একটি মঞ্চে আসা—এটাই বড় ব্যাপার। ওরা কতটা ব্যক্তিগত অনুভূতি নিয়ে এসেছে তা জানি না, তবে আমি চাই, ছবিটা সফল হোক।”
স্ত্রীর ‘অতীত’ নিয়ে অকপট রাজ, এই প্রসঙ্গে আরও সরাসরি হয়ে রাজ বলেন, “দেবের প্রাক্তন বান্ধবী শুভশ্রী আজ আমার স্ত্রী। প্রত্যেক মানুষেরই অতীত থাকে। আপনারও আছে। সেটি যদি কেউ বারবার মনে করিয়ে দেয়, তাহলে কেমন লাগবে?”
তিনি আরও যোগ করেন, “মানুষের অতীতকে সম্মান জানানো উচিত, কারণ সেটিও জীবনের অংশ। সেখানে ভালো-মন্দ স্মৃতি, শিক্ষা, অভিজ্ঞতা থাকে। এই অতীতের কারণেই আজকের এই অনুষ্ঠানের সফলতা এসেছে। আমি সেটিকে সম্মান করি, ঈর্ষা করি না।”