কোহলি ও রাজ্জাককে ঘিরে গুজবে তামান্নার ব্যাখ্যা

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৪ আগস্ট, ২০২৫ এ ৫:৪২ এএম
প্রেম ও বিয়ের গুজব নিয়ে মুখ খুললেন তামান্না।  ছবি  সংগৃহীত

প্রেম ও বিয়ের গুজব নিয়ে মুখ খুললেন তামান্না। ছবি সংগৃহীত

বলিউড ও দক্ষিণী সিনেমায় সমান জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। 'বাহুবলী' খ্যাত এই তারকা একাধারে অভিনয়, আইটেম গান এবং স্টাইল আইকন হিসেবে পরিচিত। তবে তারকাখ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে গুজব আর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা। বিশেষ করে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের সঙ্গে সম্পর্ক ও বিয়ে নিয়ে ছড়িয়েছিল নানা গুঞ্জন।

সম্প্রতি ‘দ্য লাল্লনটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন তামান্না। বিরাট কোহলির সঙ্গে প্রেমের গুজব নিয়ে তিনি বলেন, “আমি ওকে মাত্র এক দিনের জন্য কাছ থেকে দেখেছি। শুটিংয়ের বাইরে বিরাটের সঙ্গে কখনও আমার দেখা বা কথা হয়নি। এই গুজব একেবারেই ভিত্তিহীন।”

আব্দুল রাজ্জাকের সঙ্গে গোপনে বিয়ের গুজব নিয়েও হাস্যরসাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন তামান্না। তিনি বলেন, “কেবল একটি জুয়েলারি শোরুমে দেখা হওয়ার কারণে আমাকে ওর স্ত্রী বানিয়ে দিয়েছে ইন্টারনেট! সত্যিই মজার জায়গা এটি। স্যরি স্যার (রাজ্জাক), আপনার তো দু-তিনটা বাচ্চা আছে—আমি তো আপনার কিছুই জানি না!”

তামান্না বলেন, “এ ধরনের গুজব আসলেই বিব্রতকর। কারও সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকার পরও যখন মানুষ নিজে থেকে গল্প বানিয়ে ফেলে, তখন কিছু বলার থাকে না। সবাইকে তো নিয়ন্ত্রণ করা যায় না।”

এ মুহূর্তে তামান্না সিঙ্গেল। তবে শোনা যায়, তার শেষ সম্পর্ক ছিল অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। ২০২৩ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের অ্যান্থলজি ‘লাস্ট স্টোরিজ ২’-এর সেটে তাদের ঘনিষ্ঠতা শুরু হয়। যদিও পরে তারা সম্পর্ক থেকে সরে আসেন। তবুও তারা এখনো ভালো বন্ধুত্ব বজায় রেখেছেন।