তানিয়া বৃষ্টির জীবনে নতুন সিদ্ধান্ত


বিয়ের পর শোবিজ ছাড়ছেন তানিয়া বৃষ্টি। ছবি : সংগৃহীত
২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ হলেও পরে ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মেই থিতু হন তিনি। নাটক ও ওয়েব সিরিজে তার উপস্থিতি এখন নিয়মিত।
সম্প্রতি এক নাটকের শুটিং সেটে দেয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টি বলেন, “বিয়ের পর অভিনয় ছাড়ার চিন্তা করছি। আমি চাই সংসারে পুরোপুরি মন দিতে। আমার মনে হয় না, সংসার ও ক্যারিয়ার একসঙ্গে চালানো সম্ভব।”
তানিয়ার এই বক্তব্য ভক্ত-অনুরাগীদের মনে দুঃখের ছায়া ফেলেছে। অনেকেই মনে করছেন, তানিয়ার মতো প্রতিভাবান একজন অভিনেত্রীর এভাবে বিদায় নেয়া শোবিজ জগতের জন্য ক্ষতির।
অভিনেত্রী আরও জানান, “আমি আগামী পাঁচ বছর কাজ করতে চাই। এরপর বিয়ে করে দেশের বাইরের কোথাও স্থায়ী হওয়ার ইচ্ছা আছে।”
তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এক সময় শোনা যায়, অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তিনি, এমনকি বিয়েও করেছেন। তাদেরকে শুটিংয়ের বাইরেও একসঙ্গে দেখা যেতো। পরে তানিয়া বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন এবং দু’জন নাটকে একসঙ্গে কাজ করাও বন্ধ করে দেন।
পরবর্তীতে গুঞ্জন ওঠে, অভিনেতা শামিম হাসান সরকারের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন তানিয়া বৃষ্টি। যদিও শামিম বিয়ের পর সে গুজবও থেমে যায়।
এ বিষয়ে তানিয়া বলেন, “যাদের সঙ্গে আমি কাজ করি, তারা সবাই আমার খুব কাছের মানুষ। তাই হয়তো এমন গুজব ছড়ায়।”
উল্লেখ্য, ২০১৭ সালে তানিয়া বৃষ্টি অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন। কিন্তু মাত্র এক বছরেই সে সম্পর্ক ভেঙে যায়।