‘৩৬ জুলাই’ মানিক মিয়া অ্যাভিনিউয়ের সাংস্কৃতিক আয়োজনে মঞ্চ মাতাবেন যারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৫ এ ৯:০৯ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্‌যাপিত হচ্ছে ‘৩৬ জুলাই’। দিনব্যাপী এ আয়োজনে থাকবে গান, বক্তৃতা, সাংস্কৃতিক পরিবেশনা ও বিশেষ নাট্য আয়োজন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সকাল ১১টা ২০ মিনিটে ইসলামী সংগীতগোষ্ঠী সাইমুম পরিবেশনার মাধ্যমে আয়োজন শুরু হবে। এরপর ১১টা ৪০ মিনিটে কলরব শিল্পীগোষ্ঠী মঞ্চে উঠবে। দুপুর ১২টা ৫ মিনিটে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম এবং সাড়ে ১২টায় সংগীত পরিবেশন করবেন তাশফি।

দুপুরের সাংস্কৃতিক ধারা

জোহরের নামাজের বিরতির পর সংগীত পরিবেশনায় অংশ নেবে চিটাগাং হিপহপ হুড, সেজান ও শূন্য ব্যান্ড। দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ স্মরণ করে বিশেষ আয়োজন হবে। পুনরায় কনসার্ট শুরু হবে দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান এর পরিবেশনার মধ্য দিয়ে। বিকেল ৩টায় গাইবেন ইথুন বাবু ও মৌসুমি, সাড়ে ৩টায় সোলস, এবং ৪টায় ওয়ারফেজ পরিবেশনা দেবে। বিকেল পৌনে ৫টায় আসরের নামাজের বিরতি থাকবে। নামাজ শেষে পাঠ করা হবে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’, পাঠ করবেন প্রধান উপদেষ্টা।

সন্ধ্যার বিশেষ পরিবেশনা

বিকেল ৫টা ৩০ মিনিটে মঞ্চ মাতাবে বেসিক গিটার লার্নিং স্কুল। এরপর ৫টা ৫০ মিনিটে এফ মাইনর এবং ৬টা ১৫ মিনিটে পারশা পরিবেশন করবেন। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মাগরিবের নামাজের বিরতির পর সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী এলিটা করিম। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিবেশিত হবে একটি ব্যতিক্রমধর্মী স্পেশাল ড্রোন ড্রামা "ডু ইউ মিস মি"। এই নাট্যরূপ পরিবেশন শেষে অনুষ্ঠিত হবে একটি বিশেষ ড্রোন শো। অনুষ্ঠান শেষ করবেন জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল।

দিনব্যাপী এই আয়োজন উপভোগ করতে উপস্থিত থাকবেন হাজারো দর্শক, শিল্পী ও সংগঠকগণ। আয়োজনটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক উৎসব নয়, এটি হয়ে উঠেছে একটি ঐতিহাসিক আন্দোলনের স্মারক।