স্বামীর জায়গায় তুষারের নাম বসানোকে জালিয়াতি বললেন - নীলা ইস্রাফিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ আগস্ট, ২০২৫ এ ১১:৫৯ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল ও সারোয়ার তুষারের। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল ও সারোয়ার তুষারের। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইস্রাফিল অভিযোগ করেছেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অনুমতি ছাড়া ভর্তি ফর্মে স্বামীর নামের স্থলে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নাম বসানো হয়েছে। এ ঘটনাকে তিনি আইনগতভাবে জালিয়াতি এবং মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে নীলা ইস্রাফিল এ অভিযোগ উত্থাপন করেন।

ফেসবুক পোস্টে নীলা জানান, হাসপাতালে ভর্তি হওয়ার সময় তিনি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলেন। তার নাম, পরিচয় ও ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর তখন কোনো নিয়ন্ত্রণ ছিল না। ঠিক সেই সুযোগে সারোয়ার তুষার নিজের নামকে স্বামীর নাম হিসেবে ভর্তি ফর্মে অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ করেন তিনি। নীলা ইস্রাফিল আরও লেখেন, এটি কোনো ভুল নয়; বরং বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারার আওতায় এটি স্পষ্ট জালিয়াতি। আইন অনুযায়ী প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

মানবাধিকার প্রসঙ্গে নীলা উল্লেখ করেন, জাতিসংঘের মানবাধিকার সনদ (UDHR) এর ৬, ৭, ৮, ১২ ও ২২ নম্বর অনুচ্ছেদ অনুসারে এটি তার মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। তিনি দাবি করেন, এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক মর্যাদার পরিপন্থী।

এ বিষয়ে নীলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তার প্রকৃত তথ্য পুনঃস্থাপন ও সম্মান রক্ষার দাবি করেছেন।