মেসিকে টপকে রেকর্ডের পথে রোনালদো


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি:সংগৃহীত
দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি একে অপরকে ছাড়িয়ে চলেছেন নতুন নতুন রেকর্ডে। এবার বিশ্বকাপ বাছাইপর্বে গোলের তালিকায় মেসিকে টপকে এগিয়ে গেলেন রোনালদো।
শনিবার আর্মেনিয়ার বিপক্ষে ‘এফ’ গ্রুপের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন রোনালদো। জোড়া গোল করে তিনি পর্তুগালকে ৫-০ ব্যবধানে সহজ জয় এনে দেন। এই দুই গোলে বিশ্বকাপ বাছাইপর্বে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৮-এ। মেসির গোলসংখ্যা ৩৬—তিনি শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলে ফেলায় আর এগোনোর সুযোগ নেই।
এবার রোনালদোর সামনে অপেক্ষা করছে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ। গুয়াতেমালার কার্লোস রুইজ বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ ৩৯ গোল করেছেন। রোনালদো যদি আরও একটি গোল করেন, তবে রুইজের সঙ্গে ভাগ বসাবেন। আর দুই গোল করলে এককভাবে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবেন তিনি।
আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। সেই ম্যাচেই রেকর্ড স্পর্শ করার সুযোগ পেতে পারেন রোনালদো। তবে সেটি না হলেও চিন্তার কিছু নেই, কারণ সামনে এখনও অন্তত চারটি ম্যাচ রয়েছে তার।
আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোলের পর রোনালদোর মোট ক্যারিয়ার গোল দাঁড়িয়েছে ৯৪২-এ। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে এই সংখ্যা তাকে বিশ্বের সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে। বয়স ৪০ পেরোলেও তার দাপট অব্যাহত, আর এখন তার চোখ ১ হাজার গোলের মাইলফলকের দিকে।