বিসিবি নির্বাচনে সরে দাঁড়ালেন আকরাম, আসছেন তামিম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:০৭ এএম
বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না আকরাম খান, ভাতিজা তামিমের জন্য মাঠ ছাড়লেন তিনি। ছবি:সংগৃহীত

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না আকরাম খান, ভাতিজা তামিমের জন্য মাঠ ছাড়লেন তিনি। ছবি:সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে বড় ধরনের চমক দেখা যাচ্ছে। বোর্ডের অন্যতম প্রভাবশালী সাবেক পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান ঘোষণা দিয়েছেন, তিনি এবারের নির্বাচনে অংশ নেবেন না। এর আগে পরিচালক মাহবুবুল আনামও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিলেন।

আকরাম খানের নির্বাচনে না যাওয়ার মূল কারণ হিসেবে উঠে এসেছে তার ভাতিজা তামিম ইকবালের অংশগ্রহণ। আকরাম বলেন, "আমি এবার নির্বাচন করছি না। তামিম এরই মধ্যে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। একই পরিবার থেকে দুজনের থাকা উচিত নয়। আমি সব সময় বিতর্কের বাইরে থেকেছি, সেভাবেই থাকতে চাই।"

চট্টগ্রাম বিভাগ থেকে বিসিবির নির্বাচনে এবার রাজনৈতিক প্রভাবও চোখে পড়ছে। জানা গেছে, এখান থেকে দুজন রাজনৈতিক নেতা বোর্ডে যুক্ত হতে পারেন। তাদের একজন তামিম ইকবাল। ইতিমধ্যেই আলোচনা চলছে যে, বিএনপির পক্ষ থেকেও প্রার্থীর তালিকা তৈরি হয়েছে। সাবেক সভাপতি আলী আসগর লবি এক অনুষ্ঠানে সরাসরি মন্তব্য করেছেন, তামিম বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অংশ নেননি তামিম। পরিবর্তে তার সমর্থিত প্রার্থী মোহাম্মদ মিঠুন জয়লাভ করেছেন। এতে পরোক্ষভাবে জয়ের স্বাদ পেয়েছেন তামিমও। তিনি জানান, "সবাই জানে কেন আমি কোয়াবের নির্বাচনে যাইনি। আপনারা বুঝতে পারবেন আমি কোথায় ফোকাস দিচ্ছি।" তার এই ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে বিসিবি সভাপতি পদে অংশগ্রহণের পরিকল্পনা।

তামিম আরও বলেন, যদি বিসিবি খেলোয়াড়দের বেতন, সুযোগ-সুবিধা ও অন্যান্য বিষয় সুষ্ঠুভাবে নিশ্চিত করে, তবে কোয়াবের আলাদা প্রয়োজন থাকবে না। তার মতে, সক্রিয় ক্রিকেটারদেরই কোয়াবের নেতৃত্বে থাকা উচিত, যদিও সাবেক ক্রিকেটাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

এই অবস্থায় বোঝা যাচ্ছে, মাঠের ব্যাট হাতে তুমুল লড়াই করা তামিম এবার প্রশাসনিক অঙ্গনে নতুন ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করতে যাচ্ছেন। আর সেই পথ সুগম করতেই চাচা আকরাম খান সরে দাঁড়ালেন।