বাংলাদেশের সমাজবিজ্ঞানবিদ ও তাত্ত্বিক বদরুদ্দীন উমরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:৪৭ এএম
প্রবীণ রাজনীতিক ও সমাজবিজ্ঞানবিদ বদরুদ্দীন উমর আর নেই। ছবি:সংগৃহীত

প্রবীণ রাজনীতিক ও সমাজবিজ্ঞানবিদ বদরুদ্দীন উমর আর নেই। ছবি:সংগৃহীত

প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে বাসায় অসুস্থ বোধ করলে তাকে দ্রুত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছে ১০টা ৫ মিনিটে দায়িত্বরত চিকিৎসক বদরুদ্দীন উমরকে মৃত ঘোষণা করেন।

বদরুদ্দীন উমরের পেশাজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। বামপন্থি রাজনীতিবিদ হিসেবে তিনি শুধু রাজনৈতিক পরিচয়ই নয়, লেখক, গবেষক এবং তাত্ত্বিক হিসেবে দেশে পরিচিত ছিলেন।

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও গুরুত্বপূর্ণ সময়ে তিনি দক্ষ বিশ্লেষক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক ও বুদ্ধিজীবী পরিচয় দেশজুড়ে শিক্ষিত ও রাজনৈতিক মহলে বিশেষ শ্রদ্ধার অধিকারী ছিল।

বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল হাশিম ছিলেন বিখ্যাত রাজনীতিক ও অবিভক্ত বাংলার মুসলিম লীগের সাধারণ সম্পাদক।

তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক, শিক্ষা ও গবেষণা জগতে শোকের ছায়া নেমেছে। রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও গবেষক হিসেবে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।