টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবনে দুর্বৃত্তদের হামলা


ছবি:সংগৃহীত
টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মুখোশধারী একদল লোক ঢিল ছুড়ে তাঁর ব্যক্তিগত গাড়ি এবং দোতলার চারটি জানালার কাঁচ ভেঙে ফেলে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের সোনার বাংলা এলাকায় অবস্থিত কাদের সিদ্দিকীর নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, রাতের অন্ধকারে ১০-১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত এ হামলা চালায়। বাসভবনের সামনে থাকা একটি গাড়ির কাঁচ এবং ভবনের কয়েকটি জানালা ভেঙে দেয় তারা।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতভর বাসভবনের সামনে পুলিশি পাহারা বসানো হয়।
এ ঘটনায় তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন ওসি তানভীর আহমেদ। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। হামলার ঘটনায় রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।