কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দিলেন ডা. জাহিদ

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:০৩ এএম
কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি:সংগৃহীত

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি:সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এবং জাতীয় নির্বাচনের বহু আগেই তারেক রহমান দেশে এসে দলের নেতৃত্ব দেবেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমানের দেশে ফেরার খবরে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ খুঁজছে। জনগণের অধিকার হরণ করার যে চেষ্টা চলছে, তা রুখে দিতে হবে। এজন্য সবাইকে চলমান পরিস্থিতির প্রতি সজাগ থাকার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। বিএনপির নেতারা বিশ্বাস করছেন, তার প্রত্যক্ষ নেতৃত্বে আন্দোলন ও নির্বাচনী রাজনীতি নতুন গতি পাবে।