শিক্ষার্থীদের সুবিধার্থে প্রাথমিকে ছুটি কমানোর পরিকল্পনা হচ্ছে: প্রাথমিক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর, ২০২৫ এ ৬:১৪ এএম
প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি কমানোর পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষক ও মন্ত্রণালয় কর্মকর্তারা। ছবি:সংগৃহীত

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি কমানোর পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষক ও মন্ত্রণালয় কর্মকর্তারা। ছবি:সংগৃহীত

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবর্ষের ক্যালেন্ডারে ছুটি কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, "আমরা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্যালেন্ডারের ছুটি কমানোর পরিকল্পনা করছি। তবে সাপ্তাহিক ছুটি দুই দিনই বজায় থাকবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর তা সকলকে জানিয়ে দেওয়া হবে।"

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন এবং প্রাথমিক শিক্ষা খাতের উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে এবং শিক্ষার মান উন্নয়নে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য ছুটির পুনঃবিন্যাস শিক্ষকদের জন্যও সুবিধাজনক হতে পারে।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেছেন যে, ছুটি কমানোর ফলে শিক্ষার্থীরা আরও বেশি সময় স্কুলে কাটাতে পারবে এবং শিক্ষার মান বৃদ্ধি পাবে।