বিশ্বকাপ বাছাইয়ে ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:৩৭ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের উত্তাপ ক্রমেই বাড়ছে। বাছাইপর্বে আর বাকি রয়েছে মাত্র দুই ম্যাচ। ইতোমধ্যেই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। তবুও আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে দুই দল।

কার্লো আনচেলত্তির নেইমারবিহীন ব্রাজিল লড়বে চিলির বিপক্ষে, অন্যদিকে বুয়েনাস আইরেসে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশেষ দৃষ্টি থাকবে আর্জেন্টিনা ম্যাচে, কারণ গুঞ্জন রয়েছে—এটাই হতে পারে মেসির ঘরের মাঠে শেষ ম্যাচ। ফলে ম্যাচটিকে ঘিরে দর্শকদের মধ্যে ভিন্ন মাত্রার উচ্ছ্বাস তৈরি হয়েছে।

ম্যাচের সময়সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৫টা ৩০ মিনিটে বুয়েনাস আইরেসে আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। আর সকাল ৬টা ৩০ মিনিটে মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে নামবে ব্রাজিল।

বাংলাদেশসহ উপমহাদেশে কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না ম্যাচগুলো। তবে অনলাইন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন থাকলে দেখা যাবে। এর মধ্যে রয়েছে beIN Sports, Fox Sports ও Globo। এছাড়া কিছু জনপ্রিয় থার্ড-পার্টি অ্যাপ যেমন Sportzfy, Yacine TV ও Live NetTV–তে ফ্রিতে সম্প্রচারের সুযোগ থাকলেও এগুলো অফিসিয়াল পার্টনার নয়, তাই ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ম্যাচের গুরুত্ব ভিন্ন হলেও আবেগের জায়গায় বিশেষ তাৎপর্যপূর্ণ আর্জেন্টিনার খেলা। পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয়তো এটাই হতে পারে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ বুয়েনাস আইরেসে। অন্যদিকে আনচেলত্তির ব্রাজিল ম্যাচটিকে নতুন সমন্বয় পরীক্ষার সুযোগ হিসেবে দেখছে।

ফুটবলপ্রেমীদের দৃষ্টি তাই ভোরেই থাকবে বুয়েনাস আইরেস ও মারাকানার দিকে—দুই পরাশক্তির লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।