মব বা মৃত্যুর ভয় নেই-ফজলুর রহমানের স্পষ্ট বক্তব্য


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের বিষয়ে তিনি কখনোই আপস করবেন না। তার ভাষ্যে, মব কিংবা মৃত্যুর ভয় তাকে বিচলিত করতে পারবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে, ৫ আগস্টের ঘটনায় তিনি কালো শক্তির ভূমিকা নিয়ে কোনো বক্তব্য দেননি।
সোমবার (২৫ আগস্ট) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এ সময় তিনি জানান, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, তার কিছু বক্তব্য নিয়ে দল প্রশ্ন তুলেছে। কেন এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে তা দলকে ব্যাখ্যা করতে হবে।
ফজলুর রহমান বলেন, “আমি নোটিশের জবাব যথাসময়ে দেব। আমার ব্যাখ্যা দেওয়ার পর দল যে সিদ্ধান্ত নেবে আমি সেটি মেনে নেব।” তিনি আরও যোগ করেন, সকালে বাসা থেকে বের হয়ে দেখেছেন কয়েকজন লোক তার বাসার নিচে স্লোগান দিচ্ছে। তবুও তিনি কোনো ভয় পান না।
এ সময় তিনি পুনরায় উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে আপস করার কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে যেই ষড়যন্ত্রই হোক, তিনি দলীয় শৃঙ্খলার প্রতি অনুগত থাকবেন এবং দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেবেন।