বৈষম্যহীন দেশ গড়তে বিএনপির নেতাদের শপথ


ছবি : সংগৃহীত
সোমবার বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয় র্যালি, সমাবেশ, গাছ বিতরণ, দোয়া মাহফিলসহ নানান কর্মসূচি। বক্তারা এ সময় বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
চট্টগ্রামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
রংপুরে মহানগর বিএনপির আয়োজনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলামসহ জেলা ও মহানগরের শীর্ষ নেতারা। একইভাবে গজারিয়া, ক্ষেতলাল, বগুড়া, কুড়িগ্রাম, নাচোল, চাঁদপুর, যশোর, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, বাগেরহাট, ময়মনসিংহ, বরগুনা, নেত্রকোনা, টাঙ্গাইল ও মনোহরদীতে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। এসব কর্মসূচিতে বিএনপি নেতারা দেশজুড়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গড়ার শপথ নেন।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার দেশে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করেছে এবং ভিন্নমতের রাজনীতিকে দমনের চেষ্টা করছে। তারা আরও বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং দেশকে বৈষম্যমুক্ত করার সংগ্রামে সবসময় জনগণের পাশে থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দেশজুড়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের বহিঃপ্রকাশ বলে দাবি করেন সংগঠনের নেতারা। তারা বলেন, জনগণ আজ পরিবর্তন চায় এবং বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।
এই কর্মসূচিগুলো দেশজুড়ে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। তারা আশা প্রকাশ করেন, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে এ অঙ্গীকার বিএনপির আন্দোলনকে আরও শক্তিশালী করবে।