মধুপুরে প্রান্তিক নারীদের আর্থ সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময়


নারি ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। ছবি : আজকের প্রথা
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে বসবাস করা গারো ও কোচ সম্প্রদায়সহ প্রান্তিক নারীদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছে আচিক মিচিক সোসাইটি নামের নারী সংগঠন।
শনিবার বিকেলে বনাঞ্চলের ভুটিয়া নিজস্ব কার্যালয়ে এ মতনিমিয় সভার আয়োজন করে।
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধির সহায়তা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপিতত্ব করেন আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং।
মতনিমিয় সভায় উপস্থাপিত ধরাণপত্রে গারো ও প্রান্তিক নারী কিশোরীদের বর্তমান অনগ্রসর চিত্র তুলে ধরে উত্তরণের উপায় বর্ণনা করা হয়।
মধুপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন অতিথি ছিলেন। প্রকল্পের সহায়তা প্রতিষ্ঠান নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার সান্ত্বনা আইউব প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন। বক্তৃতা করেন শালবনবার্তা২৪ডটকমের সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি এস.এম শহীদ,নারী শিশু উন্নয়ন সংগঠন সিআইপির এরিয়া ইনচার্জ দীপিকা সিমসাং,গারো নেতা ও ইউপি সদস্য লোকাস রেমা, শিক্ষক মার্জিনা চিসিম প্রমুখ।
ইউনিয়ন সমাজ সেবা কর্মী,প্রকল্পের তিনটি এলাকার প্রতিনিধি, শিক্ষক, মাঠকর্মীসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেন। সাংস্কৃতিক পর্বে গারো শিশু শিল্পীরা নাচ গান পরিবেশন করে।