বাংলাদেশ-ভারতের ত্রিপুরা সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২৩ ডিসেম্বর, ২০২৫ এ ৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্তে কর্তব্যরত অবস্থায় বিএসএফ-এর এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ৯৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ান বিপিন কুমার (৩৫) নিজ সীমান্তে টহল দেওয়ার সময় এই ঘটনার শিকার হন। প্রাথমিকভাবে তাকে স্থানীয় ধর্মনগর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ওই জওয়ান আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বিএসএফ।

ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায়। কর্তব্যরত জওয়ান বিপিন কুমারের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি গভীর ক্ষত পাওয়া গেছে। ঘটনার পরপরই স্থানীয় বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে গুলির আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল জিবি-তে রেফার করা হয়।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহতের শরীরে দুটি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। চিকিৎসকরা দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করে তার অবস্থা কিছুটা স্থিতিশীল করার চেষ্টা করেন। তবে উন্নত সার্জারি ও নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজনে তাকে আগরতলায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। সীমান্তের ঠিক কোন স্থান থেকে এবং কারা এই গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিএসএফ কর্তৃপক্ষ। দিল্লির সদর দপ্তর থেকেও এ নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সীমান্ত এলাকায় চোরাকারবারীদের আনাগোনা ছিল কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

বিএসএফ সূত্র মারফত জানা গেছে, ঘটনার পরপরই সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে এবং আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হচ্ছে। বিএসএফ-এর স্থানীয় গোয়েন্দা বিভাগ ঘটনার নেপথ্যে থাকা কারণ ও দুষ্কৃতীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।

বর্তমানে চিকিৎসাধীন জওয়ান বিপিন কুমারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএসএফ-এর পক্ষ থেকে ঘটনার বিস্তারিত কারণ জানতে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসাথে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর সাথে এই বিষয়ে কোনো ফ্ল্যাগ মিটিং বা যোগাযোগ করা হয়েছে কি না, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।