এশিয়ান কাপ নারী ফুটবল: নিশ্চিত ১২ দেশের অংশগ্রহণ


এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬: চূড়ান্ত হলো ১২ দলের তালিকা
এএফসি নারী এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বাছাইপর্বে সবার আগে ‘সি’ গ্রুপ থেকে মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইপর্বে তিন ম্যাচের সবকটিতে জয় পেয়ে প্রথমবারের মতো এএফসির এই মহাদেশীয় প্রতিযোগিতায় নাম লেখায় বাংলাদেশের মেয়েরা।
এরপর একে একে মূল পর্ব নিশ্চিত করে আরও কয়েকটি দল। শেষ পর্যন্ত বাকি ছিল মাত্র একটি শূন্যস্থান, যেটি পূরণ করে ইরান। গতকাল ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে ২০২৬ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় তারা।
বাছাইপর্বের ‘এ’ গ্রুপে শেষ ম্যাচের আগে কে পাবে মূল পর্বের টিকিট—তা নিয়ে ছিল দারুণ উত্তেজনা। কারণ, ইরান ও জর্ডান—উভয় দলই চার ম্যাচে সমান ৯ পয়েন্ট করে অর্জন করেছিল। কিন্তু শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ায়, হেড-টু-হেড ব্যবধানে এগিয়ে থেকে মূল পর্ব নিশ্চিত করে ইরান। এটি তাদের দ্বিতীয়বার এ প্রতিযোগিতায় অংশগ্রহণ; প্রথমবার তারা খেলেছিল ২০২২ আসরে।
মূল পর্বে আগেই জায়গা করে নিয়েছে আয়োজক অস্ট্রেলিয়া ও এশিয়ার তিন পরাশক্তি—চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। বাছাইপর্ব পেরিয়ে যেসব আটটি দল মূলপর্বে উঠেছে, তারা হলো: বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, চাইনিজ তাইপেই, উজবেকিস্তান, ফিলিপাইনস এবং সর্বশেষ ইরান।
আগামী ২৯ জুলাই নারী এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হবে। আর মূল আসর মাঠে গড়াবে ২০২৬ সালের ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত। এ টুর্নামেন্ট থেকে সেরা ছয়টি দল সরাসরি খেলবে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ফিফা নারী ফুটবল বিশ্বকাপে।
আজকের প্রথা/ফা-আ










