তামিমের মানবিক আহ্বান: শিশুদের রক্তাক্ত ছবি না দেখানোর অনুরোধ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ জুলাই, ২০২৫ এ ৯:৪৬ এএম
তামিমের মানবিক আহ্বান: শিশুদের রক্তাক্ত ছবি না দেখানোর অনুরোধ

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া অনেকে হতাহত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর পরপরই বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমন মর্মান্তিক ঘটনায় বেশ মর্মাহত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মাইলস্টোন কলেজের জন্য দোয়া চেয়েছেন।

অন্য আরেকটি পোস্টে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে তামিম লিখেছেন, 'যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।'