উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই, ২০২৫ এ ১১:১২ এএম
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৯ : ছবি সংগৃহীত

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৯ : ছবি সংগৃহীত

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৯

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শতাধিক শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, ঘটনাস্থলে ৯টি ফায়ার ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধার তৎপরতাও চলছে।

উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আকাশ জানিয়েছেন, ১২০ জনের বেশি অগ্নিদগ্ধ রোগী চিকিৎসাধীন আছেন, যাদের অধিকাংশের শরীরের ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে অনেকেই স্কুল ও কলেজের শিক্ষার্থী, যাদের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, দুর্ঘটনার পর মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে দিয়াবাড়ীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মাত্র ১২ মিনিটের উড্ডয়নের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এবং মুহূর্তেই আগুন ধরে যায়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন, যিনি গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন।

ঘটনার পরপরই বিজিবির দুই প্লাটুন সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। বর্তমানে উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা, মিরপুরসহ বিভিন্ন ফায়ার স্টেশন যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

এই দুর্ঘটনা দেশজুড়ে চরম শোকের ছায়া ফেলেছে। সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

 

আজকের প্রথা/মেহেদি-হাসান