উত্তরায় বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই, ২০২৫ এ ১১:৫১ এএম
বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু : ছবি সংগৃহীত

বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু : ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

হটলাইন নম্বর: ০১৯৪৯০৪৩৬৯৭

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫০ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। প্রায় সবাই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, “আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। অনেকের শরীরের ৫০-৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।”

এর আগে দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে গেলে হতাহতের এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 


আজকের প্রথা/মেহেদি-হাসান