প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই, ২০২৫ এ ১১:৪২ এএম
বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা : ছবি সংগৃহীত

বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা : ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সরকার মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

সরকারের ঘোষণায় বলা হয়েছে, দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে নিহতদের স্মরণে দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়ন করেছিল মাত্র ১২ মিনিট আগে, দুপুর ১টা ৬ মিনিটে।

দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন, যিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিহত এবং শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অধিকাংশই শিক্ষার্থী, যাদের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে।

এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং জনগণের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

 


আজকের প্রথা/মেহেদি-হাসান