ফেসবুক লাইভে রাজনীতি ছাড়ার ঘোষণা লিজার


রাজনৈতিক বৈষম্যে ক্ষুব্ধ লিজা, ঘোষণা দিলেন বিদায়ের। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা হঠাৎ করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার, ২ আগস্ট রাতের দিকে, ফেসবুক লাইভে এসে তিনি বলেন, নারী নেত্রীদের পরিকল্পিতভাবে অপমান করে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
আবেগঘন কণ্ঠে লিজা বলেন, “আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয়। চট্টগ্রামে মেয়েদের নিয়ে যেভাবে নোংরামি হয়, তা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের নিজেদের মানুষরাই এসব করে।”
তিনি জানান, একসময় চট্টগ্রামে অনেক নারী রাজনীতিতে যুক্ত থাকলেও এখন তারা হারিয়ে গেছেন। আজ তাকেও ঘিরে শুরু হয়েছে কুৎসা রটনা, বাজে মন্তব্য ছড়ানো হচ্ছে।
লিজা আরও বলেন, “যারা বড় ভাই, যারা নেতৃত্ব দিচ্ছেন—অনুরোধ করছি, এসব বন্ধ করুন। মেয়েদের নিয়ে এই ঘৃণ্য আচরণ আর না।”
নিজের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “চট্টগ্রামের কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে আমাদের আন্দোলনের আদর্শ আজ হারিয়ে গেছে।”
তিনি আরও অভিযোগ করেন, কিছু লোক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আঁতাত করে নিজের মতো করে কোরাম তৈরি করেছেন, যার দায়ভার তাদেরই নিতে হবে।
লাইভজুড়ে লিজা ছিলেন অকপট ও সাহসী। বারবার তুলে ধরেন নারী রাজনীতিকদের প্রতি অবমাননা ও অবিচারের বিষয়। আবেগ ধরে রাখতে না পেরে শেষমেশ বলেন, “আমার পক্ষে সত্যিই আর রাজনীতি করা সম্ভব নয়।”
লিজার এই ভিডিওবার্তা ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই তার সাহসিকতার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন তার সিদ্ধান্ত নিয়ে।