রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনের আরও দুটি গ্রাম


ছবি : সংগৃহীত।
দোনেৎস্ক অঞ্চলে আরও দুটি ইউক্রেনীয় গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। শনিবার (২৩ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, সেরেদনে এবং ক্লেবান বাইক নামের গ্রাম দুটি বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বাহিনীর যৌথ অভিযানের অংশ হিসেবে এই গ্রামগুলো দখল করা হয়েছে। একইসঙ্গে রুশ বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং কামান ব্যবহার করে ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্স স্থাপনা এবং বিদেশি যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটিসহ মোট ১৪৩টি এলাকায় হামলা চালানো হয়েছে।
এদিকে, ইউক্রেনীয় বিমান হামলার প্রতিক্রিয়ায় রুশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বলে দাবি করেছে মস্কো। মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চারটি নির্দেশিত বিমান বোমা এবং ১৬০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে।
অন্যদিকে, কিয়েভ রাশিয়ার এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে মস্কোর দাবিগুলো নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান এই সংঘাত আরও জটিল আকার ধারণ করছে। প্রতিদিনই নতুন নতুন হামলা ও পাল্টা হামলার খবর আসছে, যা পূর্ব ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে গভীর সংকটে ঠেলে দিচ্ছে।
তথ্যসূত্র: আনাদোলু