আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষ হতাহত নিহত বেড়ে ৫০০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর, ২০২৫ এ ৬:২৪ এএম
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু স্থাপনা । ছবি : সংগৃহীত

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু স্থাপনা । ছবি : সংগৃহীত

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে। ধসে পড়েছে অসংখ্য স্থাপনা। সময়ের সঙ্গে উদ্ধারকৃত মরদেহের সংখ্যা বাড়ছে। আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) জানায়, এখন পর্যন্ত ৫০০ জন নিহত এবং এক হাজারেরও বেশি আহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। উৎপত্তিস্থল ছিল জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে।

টিআরটি ওয়ার্ল্ড জানায়, আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার গভীর রাতে এই ভূমিকম্প আঘাত হানে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত ও আহতদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতাও নেওয়া হচ্ছে।

ভূমিকম্পের পরপরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেন। আহতদের দ্রুত হাসপাতালে নিতে হেলিকপ্টার মোতায়েন করেছে আফগান সরকার। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের বের করে আনার চেষ্টা চলছে।

রাজধানী কাবুলে, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে, ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া যায়।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। পাহাড়বেষ্টিত এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ এলাকা দুর্গম হওয়ায় উদ্ধারকাজ চালাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। সরু রাস্তাঘাটের কারণে সেখানে ত্রাণ ও চিকিৎসা পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।