দুপুরে নির্বাচন নিয়ে আলোচনায় বসছেন সিইসি ও মার্কিন প্রতিনিধি


দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বৈঠকটি গুরুত্বপূর্ণ। ছবি:সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বৈঠক করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। ৫ আগস্টের পর এটাই প্রথমবারের মতো ইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক। এ বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
ইসির একটি সূত্র জানিয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে নির্বাচনী প্রক্রিয়া, ভোটার অংশগ্রহণ, নির্বাচনকালীন নিরাপত্তা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল। তবে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে ওই বৈঠক বাতিল হয়ে যায়। সেদিন সকাল থেকেই কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা ‘ব্লকেড’ কর্মসূচি পালন করায় কমিশন ভবনের আশপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বৈঠক বাতিলের পর রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল। তবে নতুন করে নির্ধারিত তারিখে বৈঠক হওয়ার ঘোষণা দেওয়ায় এ নিয়ে আগ্রহ আরও বেড়েছে। নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্রের ভূমিকা সবসময়ই আলোচিত। তাই আজকের বৈঠকে কী ধরনের বার্তা আসে, তা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে সংশ্লিষ্ট মহলে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা, স্বচ্ছতা এবং রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলোয় যুক্তরাষ্ট্রের দৃষ্টি থাকবে। এ ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারে যুক্তরাষ্ট্র সবসময়ই জোর দিয়ে আসছে। সেক্ষেত্রে বৈঠকটি আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।