আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০ জনের বেশি

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১ সেপ্টেম্বর, ২০২৫ এ ৩:১৩ এএম
ভূমিকম্প : ছবি সংগৃহীত

ভূমিকম্প : ছবি সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তসংলগ্ন অঞ্চলে ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ২০ জনেরও অধিক মানুষ নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তত ১১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্যানুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর আরও তিনটি আফটারশক রেকর্ড করা হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২-এর মধ্যে।

ভূমিকম্পের কম্পন রাজধানী কাবুলেও অনুভূত হয়, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে ৬.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়েছিল, যাতে প্রাণ হারান অন্তত ৪ হাজার মানুষ। সম্প্রতিক এই ভূমিকম্প পুনরায় সে ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দিয়েছে।

বর্তমানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং সরকারের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলিও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দুর্গম এলাকায় সাহায্য পৌঁছে দিতে তৎপরতা চালানো হচ্ছে।