নেতানিয়াহুকে থামাতে ব্যর্থ ট্রাম্প-মার্কিন আইনপ্রণেতা


ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামানোর সক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই—এমন মন্তব্য করেছেন এক মার্কিন কংগ্রেস সদস্য। কাতারে ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় ওঠার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাট দলের বেশ কয়েকজন আইনপ্রণেতা ইসরায়েলের এই হামলার তীব্র সমালোচনা করেছেন। তাঁদের অনেকে ট্রাম্পকে ইসরায়েলের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল মনোভাব দেখানোর অভিযোগ তুলেছেন।
টেক্সাস অঙ্গরাজ্যের প্রতিনিধি লয়েড ডগেট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, নেতানিয়াহু যুদ্ধ শেষ করার ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। ট্রাম্পও তাঁকে আটকাতে অক্ষম এবং এর ফলে অঞ্চলে মার্কিন অংশীদারদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তিনি আরও মন্তব্য করেন, চরমপন্থি নেতানিয়াহুর সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং যুদ্ধের অবসান নয়, বরং আরও সংঘাত ছড়িয়ে দিচ্ছে।
ফিলিস্তিনি সংগঠন হামাস জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় তাদের ছয়জন সদস্য নিহত হয়েছেন। তবে আলোচনার টেবিলে উপস্থিত নেতারা প্রাণে বেঁচে গেছেন। হামাসের পক্ষ থেকে জানানো হয়, একটি আবাসিক ভবনে যুদ্ধবিরতি আলোচনার সময় হঠাৎ একাধিক বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় দোহায় অন্তত আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি উত্তরাঞ্চলীয় কাতারা জেলায় ধোঁয়া উড়তে দেখা গেছে। কাতারি কর্তৃপক্ষ জানায়, হামলার সময় হামাসের রাজনৈতিক কার্যালয়ের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সেখানে উপস্থিত ছিলেন।
এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। ডেমোক্র্যাটদের একাংশ মনে করছেন, ট্রাম্পের দুর্বল অবস্থান এবং নেতানিয়াহুর প্রতি নরম নীতি গাজায় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলছে।