ড্রোন হামলায় সুদানের আশ্রয়কেন্দ্রে নিহত ৬০

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১২ অক্টোবর, ২০২৫ এ ৩:০৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ শহর এল-ফাশারে একটি বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এ ঘটনায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১১ অক্টোবর) এল-ফাশার বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থিত আশ্রয়কেন্দ্রে আরএসএফ বাহিনী এই হামলা চালায়। হামলার পরও বহু মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। মানবিক সংস্থাগুলোর ধারণা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় প্রতিরোধ কমিটি এ ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেছে। তারা জানিয়েছেন, নিরীহ নাগরিকদের ওপর এমন অমানবিক হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক আরএসএফ বাহিনীর মধ্যে চলমান সংঘাতে ইতিমধ্যে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে। লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। একইসঙ্গে প্রায় আড়াই কোটি মানুষ তীব্র খাদ্য সংকট ও দুর্ভিক্ষের মুখে পড়েছেন।

বর্তমানে দারফুর অঞ্চলের শেষ রাজ্য রাজধানী এল-ফাশার আরএসএফের নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কায় নতুন সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পশ্চিম সুদানে আধাসামরিক বাহিনীর ক্ষমতা বিস্তারের প্রচেষ্টা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। মানবাধিকার কর্মীরা শহরটিকে এখন ‘খোলা আকাশের নিচে এক মর্গ’ বলে বর্ণনা করছেন।