এমজেএল বাংলাদেশকে অয়েল ট্যাংকার ক্রয়ে ঋণসুবিধা দিলো ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর, ২০২৫ এ ৪:১২ এএম
অয়েল ট্যাংকার ক্রয়ে এমজেএল বাংলাদেশকে ঋণসুবিধা প্রদান অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক ও এমজেএল বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা। । ছবি:সংগৃহীত

অয়েল ট্যাংকার ক্রয়ে এমজেএল বাংলাদেশকে ঋণসুবিধা প্রদান অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক ও এমজেএল বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা। । ছবি:সংগৃহীত

দুটি সমুদ্রগামী আফ্রাম্যাক্স অয়েল ট্যাংকার ক্রয়ের জন্য এমজেএল বাংলাদেশকে বিশেষ ঋণসুবিধা প্রদান করেছে ব্র্যাক ব্যাংক। দেশের বেসরকারি ব্যাংক খাত থেকে শিপিং ও পেট্রোলিয়াম লজিস্টিক শিল্পে দেওয়া এটি এখন পর্যন্ত সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রার অফশোর টার্ম লোন।

৯৫.৭৭ মিলিয়ন মার্কিন ডলারের এই অর্থায়নের মাধ্যমে এমজেএল বাংলাদেশ ইতোমধ্যেই নিজেদের বহরে যুক্ত করেছে ‘এমটি ওমেরা গ্যালাক্সি’ নামের একটি আফ্রাম্যাক্স ট্যাংকার। ১,১৫,৬০০ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতাসম্পন্ন এই জাহাজ বর্তমানে বাংলাদেশি পতাকা বহনকারী সর্ববৃহৎ সমুদ্রগামী জাহাজ হিসেবে পরিচিত।

এমজেএল বাংলাদেশ শিগগিরই আরেকটি আফ্রাম্যাক্স অয়েল ট্যাংকার ‘এমটি ওমেরা লিবার্টি’ যুক্ত করতে যাচ্ছে। বর্তমানে জাহাজটি একটি আন্তর্জাতিক মানের কারখানায় নির্মাণাধীন রয়েছে। এর মাধ্যমে দেশের সামুদ্রিক লজিস্টিক খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকায় মবিল হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং এমজেএল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকুল হোসেন। এসময় ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, এমজেএল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আজম জে. চৌধুরী এবং ডিরেক্টর তানজিল চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, এই অর্থায়ন উদ্যোগ শিপিং খাতে একটি মাইলফলক। এটি শুধু এমজেএল বাংলাদেশকেই শক্তিশালী করবে না, বরং দেশের সামুদ্রিক লজিস্টিক সক্ষমতা ও বৈদেশিক বাণিজ্যকেও আরও সমৃদ্ধ করবে। তার মতে, এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধিতে সহায়ক হবে।