বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল-রুপার দামে সর্বোচ্চ রেকর্ড


স্বর্ণ
ফেডারেল রিজার্ভের সুদ কমানোর সিদ্ধান্তের পরপরই বিশ্ববাজারে মূল্যবান ধাতুর বাজারে নতুন উত্থান দেখা যায়। ডলারের দর দুর্বল হওয়ার ফলে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ আরও সাশ্রয়ী হয়ে ওঠে, যা চাহিদা বাড়িয়ে সরাসরি দামের ওপর প্রভাব ফেলে। স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮০ দশমিক ৮ ডলারে পৌঁছায়, যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ।
মার্কিন ফেব্রুয়ারি ডেলিভারির স্বর্ণের ফিউচারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজার প্রতিবেদনে দেখা যায়, ফিউচার মূল্য ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৩১৩ ডলার। এটি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দেয়, বিশেষ করে সুদের হার কমানোর ধারাবাহিকতার কারণে অ-ফলনশীল সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ছে।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও শক্তিশালী ঊর্ধ্বগতি দেখা যায়। স্পট সিলভারের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৬৪ দশমিক ২২ ডলারে পৌঁছেছে এবং সেশনের শুরুতে এটি রেকর্ড সর্বোচ্চ ৬৪ দশমিক ৩১ ডলারের কাছাকাছি ওঠে। ম্যারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার জানান, রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম মিলিয়ে ধাতব বাজারে এখন শক্তিশালী গতিশীলতা কাজ করছে।
ডলার সূচক আট সপ্তাহের সর্বনিম্নে নেমে যাওয়ায় বৈশ্বিক বাজারে স্বর্ণ কেনা আরও সহজ হয়েছে। বিশ্লেষকদের মতে, মুদ্রাস্ফীতি এখনও ফেডের কাঙ্খিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে থাকায় সুদ কমানোর সিদ্ধান্ত স্বর্ণের বাজারকে আরও শক্তিশালী করছে। মেয়ার বলেন, “মুদ্রাস্ফীতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, তাই সুদ কমানোর সিদ্ধান্ত ধাতব বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।”
ফেডের নীতিনির্ধারকরা শ্রমবাজার স্থিতিশীল থাকা সত্ত্বেও ভবিষ্যতে সুদ কমানোর বিষয়ে এখন অপেক্ষাকৃত সতর্ক অবস্থানে। তবে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনাও বাজারকে প্রভাবিত করছে। আসন্ন মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুদ কমানোর পক্ষে অবস্থান নেবেন বলে ধারণা করা হচ্ছে, আর তার মনোনীত ফেড প্রধান কেভিন হ্যাসেটও একই নীতি বজায় রাখতে পারেন বলে বিশ্লেষকদের মত।
বিশ্ববাজারের দৃষ্টি এখন ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে যাওয়া মার্কিন অ-খামার কর্মসংস্থান প্রতিবেদনে। ওই প্রতিবেদন ফেডের পরবর্তী নীতিমালা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারে। অন্যদিকে ভারতের পেনশন নিয়ন্ত্রক স্বর্ণ ও রুপার ইটিএফে দেশীয় পেনশন তহবিলের বিনিয়োগ অনুমোদন দিয়েছে, যা দক্ষিণ এশিয়ার ধাতব বাজারকেও প্রভাবিত করতে পারে। এ ছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৭ দশমিক ৬১ ডলারে, আর প্যালাডিয়াম বেড়ে হয়েছে ১ হাজার ৪৯২ দশমিক ৫৫ ডলার।










