ডিসেম্বরের প্রথম আট দিনে দেশে এলো ১ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স


ডিসেম্বরের প্রথম আট দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়ে এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে—বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
ডিসেম্বরের প্রথম আট দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ০০৮ বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তার মতে, প্রবাসীদের পাঠানো এ অর্থপ্রবাহ গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি জানান, চলতি মাসের প্রথম আট দিনে প্রতিদিন গড়ে ১২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ে এ প্রবাহ ছিল ৮৩ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে সহায়তা করবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, শুধুমাত্র ৮ ডিসেম্বরই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ১০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪০৪ কোটি ৬০ লাখ ডলার, যা বছরওয়ারি তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি। এই প্রবৃদ্ধি নীতি সহায়তা ও বৈধ চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধির ফল বলে উল্লেখ করেন ব্যাংক কর্মকর্তারা।
এর আগে নভেম্বরে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স—২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসেও ধারাবাহিকভাবে দেশের ব্যাংকিং চ্যানেলে প্রবাহিত হয় উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয়।
২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণের রেকর্ড। অর্থনীতিবিদদের মতে, চলমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রা পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।










