ফিফার বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৫ এ ৮:০৯ এএম
২০২৬ বিশ্বকাপের টিকিটমূল্য প্রকাশের পর সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের টিকিটমূল্য প্রকাশের পর সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম প্রকাশের পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তর্জাতিক ফুটবলভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সমর্থকরা অভিযোগ করেছেন, ফিফা প্রতিশ্রুতির তুলনায় অস্বাভাবিক উচ্চমূল্য নির্ধারণ করে ফুটবলপ্রেমীদের সঙ্গে ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ করেছে।

জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের ফুটবল সংস্থা তাদের দলের খেলায় উপস্থিত থাকার জন্য ৮ শতাংশ টিকিট বরাদ্দ পায়, যা সাধারণত বিশ্বস্ত সমর্থকদের দেওয়া হয়। জার্মান ফুটবল ফেডারেশন প্রকাশিত তালিকা বলছে, গ্রুপ পর্বের টিকিট ১৮০ থেকে ৭০০ ডলার পর্যন্ত। ফাইনালের সর্বনিম্ন টিকিট ৪,১৮৫ ডলার এবং সর্বোচ্চ ৮,৬৮০ ডলার। অথচ ফিফা আগে জানিয়েছিল যে গ্রুপ ম্যাচে ৬০ ডলার মূল্যের সিট থাকবে।

ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) জানায়, এই মূল্য নির্ধারণ ‘অতিরিক্ত’ এবং বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি ‘একটি বিশাল বিশ্বাসঘাতকতা’। সংস্থাটি বিবৃতিতে বলে, “সমর্থকদের অবদানকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।”

অন্যদিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, কোনো সমর্থক যদি ইংল্যান্ডের সব ম্যাচ দেখতে চান, তাহলে তাকে সাত হাজার ডলারের বেশি খরচ করতে হবে। এতে সমর্থকদের ক্ষোভ আরও তীব্র হয়েছে।

ফিফা বলেছে, টিকিটের দাম তাদের ওয়েবসাইটে গ্রুপ পর্বে ৬০ ডলার থেকে এবং ফাইনালে ৬,৭৩০ ডলার পর্যন্ত থাকবে। তবে এই দাম পরিবর্তন হতে পারে, কারণ এবারই প্রথম ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। জার্মান ফেডারেশনের তালিকায় তিনটি টিকিট ক্যাটাগরি দেখা যায়, যেখানে জার্মানির প্রথম ম্যাচের সর্বনিম্ন টিকিট ১৮০ ডলার এবং সেমিফাইনালের সর্বনিম্ন দাম ৯২০ ডলার।

এফএসই ফিফাকে অনুরোধ করেছে, জাতীয় ফেডারেশনের মাধ্যমে টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখতে। তাদের দাবি, বিশ্বকাপের সার্বজনীনতা ও সাংস্কৃতিক মূল্য রক্ষায় নতুন সমাধান না পাওয়া পর্যন্ত বিক্রয় স্থগিত করা উচিত।

এদিকে ফিফা তৃতীয় ধাপের টিকিট আবেদন প্রক্রিয়া শুরু করেছে। এবার সমর্থকেরা নির্দিষ্ট ম্যাচ বেছে আবেদন করতে পারবেন। পরিবারভিত্তিক সর্বোচ্চ চারটি এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিটের জন্য আবেদন করা যাবে। আবেদন চলছে ১১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। সফল আবেদনকারীদের ফেব্রুয়ারিতে জানানো হবে।

ফিফার হিসাব বলছে, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের টিকিট ছিল ২৫ থেকে ৪৭৫ ডলার। ২০২২ কাতারে টিকিটের দাম ছিল ৭০ থেকে ১,৬০০ ডলার। কিন্তু ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পুনর্বিক্রয়মূল্য ইতোমধ্যে ১১ হাজার ডলার ছাড়িয়েছে। ফিফার নিজস্ব রিসেল প্ল্যাটফর্মও রয়েছে, যেখানে তারা ১৫ শতাংশ ফি নেয়।

টুর্নামেন্ট শুরুর কাছাকাছি সময়ে কিছু টিকিট ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে বিক্রি হবে। তবে ফিফা এখনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি।