বীকন ফার্মাসিউটিক্যালসের এমডি মো. এবাদুল করিমের ইন্তেকাল

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৫ এ ৯:৩৩ এএম
বীকন ফার্মাসিউটিক্যালসের কর্ণধার মো. এবাদুল করিম।। ছবি: সংগৃহীত

বীকন ফার্মাসিউটিক্যালসের কর্ণধার মো. এবাদুল করিম।। ছবি: সংগৃহীত

বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর কর্ণধার ও কোহিনূর কেমিক্যালস-এর পরিচালক মো. এবাদুল করিম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশের ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজা আগামী বাদ আসর গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে।

মরহুমের মৃত্যুতে দেশের শিল্প ও ব্যবসায়িক মহলের বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। ব্যবসায়িক নেতারা বলেন, তার সততা, নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি দেশের ওষুধ শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

মো. এবাদুল করিম বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘসময় প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তার নেতৃত্বে ক্যান্সার চিকিৎসার ওষুধসহ আধুনিক প্রযুক্তিনির্ভর উচ্চমানের পণ্য উৎপাদনে কোম্পানিটি আন্তর্জাতিক মান অর্জন করতে সক্ষম হয়। তার উদ্যোগেই বীকন দেশের ফার্মাসিউটিক্যাল খাতে গুরুত্বপূর্ণ একটি নাম হয়ে ওঠে।

এছাড়া তিনি বীকন ডেভেলপমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আবাসন খাতেও প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা ত্বরান্বিত করেন। সহকর্মীরা জানান, তার দূরদর্শী পরিকল্পনা ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠান পরিচালনায় এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।

মো. এবাদুল করিম কোহিনূর কেমিক্যালস কো. (বিডি) লিমিটেড-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। দেশের শীর্ষস্থানীয় সাবান, প্রসাধনী ও টয়লেট্রিজ উৎপাদনকারী এই প্রতিষ্ঠানে তার অভিজ্ঞতা ও ব্যবসায়িক দক্ষতা বিশেষভাবে প্রশংসিত ছিল।

তার প্রয়াণে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন ব্যবসায়িক মহল। জানাজা শেষে দাফনের বিষয়টি পরে জানানো হবে।